দিগন্ত ডেক্স : নেত্রকোনার দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় আগামী ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে এক প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে ভার্চুয়াল পদ্ধতিতে এ সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে অনুষ্ঠিত প্রস্ততিমূলক সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান এর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, প্রবীণ রাজনীতিবীদ দুর্গাপ্রসাদ তেওয়ারী, পৌর মেয়র আলা উদ্দিন আলাল, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, উপজেলা কৃষি অফিসার মো. মাহাবুবুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সুবল রঞ্জন কর, অফিসার ইনচার্জ দুর্গাপুর থানা শাহনুর এ আলম, উপজেলা এনজিও সমন্বয় পরিষদ সভাপতি শামীম কবীর, উপজেলা শিল্পকলা একাডেমি‘র সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন প্রমুখ।
এছাড়া কর্মরত অফিসার্স, ইউপি চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, কবি, সাহিত্যিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন ভার্চুয়াল সভায় অংশ নিয়ে স্বাস্থ্য বিধি মেনে জেলা প্রশাসনের প্রোগ্রামের সাথে মিল রেখে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী পালনে মতামত ব্যক্ত করেন।
এছাড়া আগামী ৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিরবুর রহমানের জেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২ তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে নানা কর্মসুচী ঘোষনা করা হয়। বর্তমান করোনা প্রেক্ষপট মাথায় রেখে উপজেলা প্রশাসনের এ কর্মসুচী বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহবান জানান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান।