দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলাল উদ্দিন আলাল জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী কে স্মরনীয় করে রাখতে বিভিন্ন প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ক্রেষ্ট বিতরণ করেন। মঙ্গলবার দুপুরে দুর্গাপুর প্রেসক্লাবে ক্রেষ্ট বিতরনের মধ্যদিয়ে এ কার্যক্রম শুরু করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, দুর্গাপুর প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন, প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃ মোহন মিয়া, সাংবাদিক ধ্রুব সরকার, নিতাই চন্দ্র সরকার, ওয়ালী হাসান তালুকদার, ব্যবসায়ী মোঃ আলাল উদ্দিন আলাল এর প্রতিনিধি এবং সাংবাদিক ধনেশ পত্রনবীশ প্রমুখ।
ব্যবসায়ি আলাল বলেন, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী কে সকলের মাঝে ছড়িয়ে দিতে আমার পক্ষ থেকে এই ক্ষুদ্র উদ্যেগ গ্রহন করেছি। পৌর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ জনগুরুত্বপুর্ন প্রতিষ্ঠান গুলোতে এই ক্রেষ্ট বিতরণ শুরু করেছি। এছাড়া নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে এই মহান নেতার আদর্শ ছড়িয়ে দিতে অন্যান্য শিক্ষামুলক কার্যক্রম হাতে নেয়া হবে।