দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : জেলার দুর্গাপুরে মুজিববর্ষ কে সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্তার শান্তি কামনায় প্রতিদিন তিন জন পাগল অথবা ভিক্ষুক কে আগামী এক বছর ব্যাপি দুপুরের খাবার খাওয়ানোর কর্মসুচী শুরু করেছেন। রোববার দুপুরে এ কর্মসুচী শুরু করেন উপজেলা আওয়ামীলীগ‘র নির্বাহী সদস্য বিপ্লব মজুমদার।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি রাজনৈতিক ইতিহাস। তিনি সারা জীবন ক্ষুদার্থ মানুষের রাজনীতি করেছেন। সেই আদর্শ বুকে লালন করে আমি উপজেলা ছাত্রলীগ এর সাবেক সভাপতি, উপজেলা যুবলীগ এর সাবেক আহবায়ক এবং বর্তমানে উপজেলা আওয়ামীলীগ‘র নির্বাহী সদস্য হিসেবে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার শান্তি কামনায় গরীব দুঃখী মানুষদের দুপুরের আহার করানো জন্য সিদ্ধান্ত নিয়েছি।
যারা জীবনে টেবিল চেয়ারে বসে খেতে পারেনি, তাঁদের পছন্দমত খাবার ক্রয়ের সামর্থ যাদের নাই, সে ধরনের গরীব-দুঃখী ৩ জন মানুষকে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় প্রতিদিন খাওয়াতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। ভোগের নয়, ত্যাগের রাজনীতি করার উদ্দ্যেশ্যে বঙ্গবন্ধুর জীবনাদর্শ থেকে শিক্ষা নিতে এ কাজ শুরু করেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার কাঙ্খিত লক্ষ্যে পৌছতে পারি।