দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার মাধ্যমে জাতীয় বই উৎসব পালিত হয়েছে। শুক্রবার সকাল থেকেই উপজেলার বিভিন্ন স্কুলে এ উৎসব পালিত হয়।
এ উপলক্ষে এ বছর দুর্গাপুর উপজেলায় প্রাথমিক পর্যায়ে প্রায় ৬৬,৮০৯, মাধ্যমিক পর্যায়ে ১,৮৭,১০০ ও মাদ্রাসা পর্যায়ে ১৯,৮২০, এফতেদায়ী পর্যায়ে ৩৪,৬৯০ বই বিতরণ করার টার্গেট রয়েছে বলে জানান উপজেলা শিক্ষা অফিসার।
বই বিতরণ পুর্ব আলোচনায় গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নকুল চন্দ্র কর্মকার বলেন, বর্তমান সরকারের বড় চ্যালেঞ্জ হচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থাকে বিশ্বের কাছে মডেল হিসেবে তুলে ধরা। সে লক্ষে বছরের প্রথম দিনেই নিরাপদ দুরত্ব বজায় রেখে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পেরে আমরাও আনন্দিত। সরকারের এই চ্যালেঞ্জ কে সামনে রেখে আমাদেরও শিক্ষার্থীদের মান সম্মত শিক্ষা দেয়ার জন্য কাজ করে যেতে হবে। এ সময় অন্যদের মধ্যে এসএমসি সভাপতি বিশ্বজিৎ রংদী, সহকারী শিক্ষক সুব্রত দাস, মিজানুর রহমান, হাসিনা আক্তার, নাজনিন জাহান, শিউলী খানম সহ শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।