দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার বামনপাড়া মাঠে বাংলাহোপ স্পোটিং ক্লাব দুর্গাপুর বালিকা দল বনাম লেঙ্গরা উচ্চ বিদ্যালয় (কলমাকান্দা) বালিকা দলের ফুটবলারদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে টান টান উত্তেজনাকর পরিস্থিতিতে এ খেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে, বাংলাহোপ অর্গানাইজেশন এর বাস্তবায়নে প্রধান অতিথি হিসেবে প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য মো. শফিকুল ইসলাম, সাবেক ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার, উপজেলা সমাজসেবা অফিসার মো. সারোয়ার হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন। এছাড়া স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগন, বাংলাহোপ এর এলাকা সমন্বয়কারী মেজর বিশ্বাস, প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেন সহ স্থানীয় গন্যমান্যগণ উপস্থিত ছিলেন।
খেলায় ০-১ গোলে বাংলাহোপ স্পোটিং ক্লাব দুর্গাপুর বালিকা দল জয় লাভ করে। এছাড়া পরবর্তিতে একই মাঠে বাংলাহোপ স্পোটিং ক্লাব এর বালক দল বনাম ডনবসকো বালক দলের মধ্যকার খেলায় ৩-১ গোলে বাংলাহোপ স্পোটিং ক্লাব জয় লাভ করে।