দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে ঘরের ধরনার সাথে ঝুলে নুর হুদা (১৩) নামের এক শিশুর আত্মহত্যা হওয়ার খবর পাওয়া গেছে। রোববার রাতে পৌরসভার সাধুপাড়া এলাকায় এ আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত শিশুটি দুর্গাপুর পৌর শহরের সাধুপাড়া এলাকার শামসুদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নুর উদা আত্রাখলালী এলাকার বউ বাজারে চায়ের দোকান করে। সন্ধ্যার পর দোকানের জন্য বাললিতে করে পানি আনতে বাসায় গিয়ে টিউবওয়েলের সামনে বালতি রেখে তার নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। পানি আনতে দেরি ও ঘরের দরজা বন্ধ দেখে পরিবারের অন্যান্য লোকজন তাকে ডাক দিলে কোন শব্দ না পাওয়ায় দরজা ভেঙ্গে ভিতরে গিয়ে ঘরের ধরনার সাথে নুর উদার লাশ দেখতে পায়।
এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি শাহ নুর-এ-আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রæত পুলিশ পাঠিয়েছি। লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত রিপোর্ট পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।