দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : শিক্ষার মান উন্নয়ন ও শিশুদের মেধা যাচাইয়ের পরিকল্পনা মোতাবেক সারা দেশের ন্যায় দুর্গাপুরেও সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে ২য় শ্রেনীর বাংলা, ইংরেজীর বর্ণ ও গণিত বিষয়ের সংখ্যা যাচাই কার্যক্রম শুরু হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকাল থেকেই উপজেলার প্রতিটি বিদ্যালয়ে শিশুদের মাঝে আগ্রহ ভরেই এ কার্যক্রম চলে। এ সময় খুদে শিক্ষার্থীরা মেধা যাচাইয়ের পরীক্ষা দিতে পেরে আনন্দ রোধ করে।
এ নিয়ে কেরণখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামছুল হক বলেন, শিক্ষাবান্ধব বর্তমান সরকার শিক্ষা নিয়ে যে পরিকল্পনা শুরু করেছেন তা সত্যিই প্রসংশনীয়। প্রাথমিক শিক্ষা ব্যবস্থার ভিত্তি শক্ত করার লক্ষে শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে যুগোপযোগি করে তুলছেন প্রতিনিয়ত। যে কারনে প্রাথমিক শিক্ষা আগের তুলনায় অনেক দুর এগিয়ে। সরকারের মহৎ উদ্দ্যেগ বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহবান জানান।