দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : শিশুকাল থেকেই গণতন্ত্র চর্চা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার লক্ষে সারা দেশের ন্যায় জেলায় দুর্গাপুর উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয় গুলোতে রোববার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষনা করা হয়। এ সময় খুদে ভোটারদের কলকাকলিতে মেতে উঠবে বিদ্যালয় গুলো।
উপজেলা শিক্ষা অফিসার মো: আবু তাহের ভুইয়া জানান, সকাল থেকেই প্রাথমিক বিদ্যালয় গুলোতে শান্তিপুর্ন ভাবে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের অন্যের প্রতি সহিষ্ণুতা বৃদ্ধি, ঝরে পড়া রোধে সহযোগিতার লক্ষ্যে প্রাথমিকেও স্টুডেন্টস কাউন্সিল গঠনের গুরুত্ব অপরিসীম।