দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : জেলার দুর্গাপুরে উপজেলা প্রশাসনের ত্রান ভান্ডরে ২শত জন অসহায় পরিবার কে সহায়তা করতে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বে-সরকারী উন্নয়ন সংস্থা আশা। রোববার দুপুরে ইউএনও‘র কাছে এ ত্রান সামগ্রী হস্তান্তর করা হয়।
করোনা ইস্যুতে প্রায় ২মাস পুরো এলাকা লকডাউন থাকায় উপজেলার বিভিন্ন এলাকার নি¤œ আয়ের মানুষগুলো কর্মহীন হয়ে পড়ে। এরই প্রেক্ষিতে বে-সরকারী উন্নয়ন সংস্থা আশা এর পক্ষ থেকে ১০কেজি চাল, ১লি. তেল, ১আলু, ১ কেজি ডাল সহ ২শত প্যাকেট ইউএনও ফারজানা খানম এর নীকট হস্তান্তর করা হয়। এ সময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, আশা দুর্গাপুর ব্রাঞ্জ এর সিনিয়র ম্যানেজার নাছিমুল আলম তালুকদার, সিনিয়র ম্যানেজার কাঞ্চন কুমার উকিল, প্রেসক্লাব সাংবাদিকবৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ত্রান বিবতরণ নিয়ে আশা‘র সিনিয়র ম্যানজোর নাছিমুল আলম বলেন, করোনা ভাইরাস সম্পর্কে জন-সচেতনতা বৃদ্ধি সহ মানবতার সেবায় এই দুঃসময়ে বে-সরকারী উন্নয়ন সংস্থা আশা এর পক্ষ থেকে উপজেলা বিভিন্ন এলাকার ২শত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। নি¤œ আয়ের ওই পরিবার গুলো যেন ঘরের বাহির না হয়েও খাদ্য চাহিদা মেটাতে পারে সেইদিক লক্ষ্য রেখে দেশের এই ক্রান্তিলগ্নে তাদের পাশে দাড়িয়েছে আশা। লকডাউনে থাকা অসহায় মানুষদের সহায়তায় সরকারের পাশাপাশি এলাকার বিত্তশালীদের এগিয়ে আসতে আহবান জানান।