দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাস ময়মনসিংহ অঞ্চলের এসডিডিবি প্রকল্পের আয়োজনে প্রবীণ ও প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকার ৪৭ জনের মধ্যে এসব উপকরণ বিতরণ করা হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্তরে ৪৭ জন প্রবীণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, ওয়ার্কিং ষ্টিক, শিক্ষা, পুষ্টি ও আয়বৃদ্ধিমুলক সহায়তা হিসেবে ছাগল বিতরন করা হয়। কারিতাস ইউনিয়ন ক্লাব সভাপতি মোঃ আব্দুল হাই এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ফারজানা খানম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, কারিতাস ময়মনসিংহ অঞ্চলের প্রোগ্রাম অফিসার রোজিনা রংমা, মাঠ কর্মকর্তা ছবি ¤্রং, জুনিয়র প্রোগ্রাম অফিসার এলতুস নকরেক প্রমুখ।