দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুর পৌর শদরের পূর্ব উত্তরাইল এলাকার এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের প্রতিবন্ধি যুবতী (২৮) ধর্ষিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার ওই যুবতীর বসত বাড়িতে এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্ষক প্রবীর দেবনাথ (৩৫) কে গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানা পুলিশ।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, পৌর শহরের পূর্ব উত্তরাইল এলাকার ধর্ষিত যুবতী শারিরীক প্রতিবন্ধি। সে হুইল চেয়ারে চলাচল করে। ভিকটিমের মা ওই যুবতীকে বাড়িতে রেখে ডাক্তার দেখাতে যান। সেই সুযোগে ওই এলাকার মৃত. রমনী দেবনাথ এর পুত্র প্রবীর দেবনাথ যুবতীকে ফুসলিয়ে ধর্ষণ করে। পরে মা বাড়িতে এলে ধর্ষনের বিষয়টি যুবতী খুলে বলে। খবর পেয়ে পুলিশ ধর্ষককে গ্রেপ্তার করে। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে সোমবার রাতে দুর্গাপুর থানায় মামলা দায়ের করেন।
নামপ্রকাশে অনিচ্ছুক এক আদিবাসী চাকুরিজীবি মঙ্গলবার সকালে সাংবাদিকদের জানান, অভিযুক্ত প্রবীর এর আগেও এ ধরনের বেশ কয়েকটি অপকর্ম করেছে, নানা কারনে সে পার পেয়ে যায়, আজ যা ঘটলো আমরা এর দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করছি।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকবর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে। ইতোমধ্যে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।