দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনা জেলার দুর্গাপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর অভিজ্ঞ দল এলাকার সকল ধরনের মানুষের মধ্যে পড়ারফ ১৯ এর নমুনা করছে। শনিবার দুপুরে হাসপাতাল চত্বরে নমুনা সংগ্রহ করা হয়।
সরেজমিনে গিয়ে জানা গেছে, প্রতিদিন সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত আগ্রহী সব ধরনের মানুষের
পড়ারফ ১৯ এর একটি লক্ষন থাকলেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রত্যন্ত অঞ্চলের বাড়ী গিয়ে নমুনা সংগ্রহ করে থাকেন। এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে সাধারণ মানুষের সেবায় নিয়োজিত নমুনা সংগ্রকারী দল।
এ নিয়ে আবাসিক মেডিক্যাল অফিসার ডা: তানজিরুল ইসলাম রায়হান বলেন, স্বাস্থ্যবিধি মেনে খবর পাওয়া মাত্রই আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স‘র নমুনা সংগ্রকারী অভিজ্ঞ দলকে নেতৃত্ব দিয়ে কোন প্রকার ভয় না পেয়ে আক্রান্ত এলাকায় ছুটে যাই। সকলেই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের শেষ নিঃশ^াস থাকা পর্যন্ত মানুষের সেবা করতে পারি। করোনা কে কোন প্রকার ভয় না পেয়ে সকলেই ঘরে অবস্থান, প্রয়োজন ছাড়া বের না হওয়া, মাক্স ব্যাবহার এবং নিরাপদ দুরত্ব বজায় রেখে চলতে অনুরোধ জানান তিনি।দুর্গাপুর উপজেলায় মোট সনাক্তকৃত রোগীর সংখ্যা ২৯ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন ০৮ জন। মোট সংগৃহিত নমুনা ৪১০ টি, প্রাপ্ত ফলাফল ৩৫২ টি।