দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : জেলার দুর্গাপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা ডিএসকে‘র হিয়া প্রকল্পের কার্যবিবরনী নিয়ে স্টেক হোল্ডারদের অংশগ্রহনে প্রকল্প সমাপনী বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ডিএসকে মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে হিয়া প্রকল্প কর্মকর্তা রুপন কুমার সরকার এর সঞ্চালনায় ডিএসকে‘র নির্বাহ পরিচালক ডা. দিবালোক সিংহ এর সভাপতিত্বে প্রধান অতিথি‘র বক্তব্য রাখেন ইউএনও ফারজানা খানম। অন্যদের মধ্যে প্রকল্পের নানা কার্যক্রম নিয়ে আলোচনা করেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী, ওসি শাহ নুর এ আলম, জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম শফিক, উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান পারভীন আক্তার, প্রধান শিক্ষক একেএম ইয়াহিয়া, ইউপি চেয়ারম্যান শাহীনুর আলম সাজু, শফিকুল ইসলাম, আলতাবুর রহমান, সাংবাদিক তোবারক হোসেন খোকন, কাজী বেলালী প্রমুখ। অন্যদের মধ্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, প্রেসক্লাব এর সাবেক সভাপতি নির্মলেন্দু সরকার, তথ্য কর্মকর্তা জান্নাত আরা পপি, প্রকল্প সহযোগি নিরন্তর বনোয়ারী, মজিবুর রহমান নয়ন, উপজেলা সিপিবি সভাপতি আলকাছ উদ্দিন মীর, কমিউনিটি লিডার সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, যদিও এ প্রকল্প শেষ হয়ে যাচ্ছে, তবুও এ থেকে আমরা অনেক শিক্ষা গ্রহন করেছি। আমরা আমাদের নিজ নিজ অবস্থান থেকে বাল্যবিয়ে বন্ধ করণ সহ প্রকল্পের অন্যান্য সহায়ক সকল কার্যক্রম নিজ উদ্দ্যেগে চালিয়ে যাবো। এ বিষয়ে কমিউনিটি ভলান্টিয়ারদের সহায়তা করতে সককে এগিয়ে আসার আহবান জানান।