দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : জেলার দুর্গাপুর থানার উদ্দ্যেগে সড়ক পরিবহন আইন-২০১৮ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষে উপজেলা বিভিন্ন হাট বাজার, ফেরিঘাট, বাসষ্ট্যান্ড গুলোতে লিফলেট বিতরন।
এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান এর নের্তৃত্বে চৌকস পুলিশ অফিসারদের নিয়ে লিফলেট বিতরনের পাশাপাশি সড়ক পরিবহন আইন সম্পর্কে সাধারণ পথচারীকে অবহিত করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওসি তদন্ত মীর মাহবুব, এসআই আতোয়ার রহমান, আসাদুজ্জামান প্রমুখ।
ওসি মিজানুর রহমান বলেন, নিজেদের একটু সচেতনতাই আমরা অনেক বড় সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পেতে পারি। বছরে যে পরিমান মানুষ সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন আর অর্ধেকই অসচেতনতার কারনে। সকলকে সতর্কতার সহিত সড়ক পারাপার ও সড়ক পরিবহন আইন এবং ট্রাফিক আইন সম্পর্কে ধারনা নেয়ার আহবান জানান।