দুর্গাপুর(নেতকোনা)প্রতিনিধি : মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্গাপুর থানা পুলিশ এর আয়োজনে দুর্গাপুর পৌরসভার মুজিব নগর আবাসন প্রকল্পে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক জনসচেতনামূলক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আলোচনা সভায় অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন দুর্গাপুর সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদা শারমীন নেলী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর মো. মতিউর রহমান, শিক্ষক আলী উসমান সহ থানার সাব-ইন্সপেক্টর, কনস্টেবল সহ আবাসনে বসবাসরত শত শত নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, স্থানীয় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনে পুলিশ সর্বদা জাগ্রত। এই আবাসন একটি ঘনবসতিপুর্ন এলাকা। এখানের আইন-শৃঙ্খলা রক্ষা সহ নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পুলিশের পাশাপাশি সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।