দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরে পুকুরের পানিতে ডুবে বিনয় ঘোষ (৫৫) নামে এক মিষ্টান্ন ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মৃত ব্যবসায়ী পৌর শহরের উকিলপাড়া এলাকার মৃত যোগেশ ঘোষের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বিনয় ঘোষ বুধবার রাতে প্রতিবেশী হরে কৃষ্ণ সাহার মৃতদেহ পৌর শশ্মান ঘাট সৎকার শেষে আর বাসায় ফিরে আসেননি। এরপর সকালে পরিবারের লোকজন বিনয় ঘোষকে বাসায় না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে বৃহস্পতিবার সকাল ৯ টায় স্থানীয়রা বাড়ির পাশের বড় পুকুরে একটি লাশ ভাসমান অবস্থায় দেখতে পায়। পুলিশকে এসে লাশ উদ্ধার করলে এটি বিনয় ঘোষের লাশ সনাক্ত করা হয়। স্থানীয়রা মনে করছেন, মৃতদের সৎকার শেষে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে।
দুর্গাপুর থানার ওসি শাহনুর এ আলম মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ থানায় আনা হয়েছে। প্রয়োজনীয় কাজ শেষে লাশ হস্তান্তর করা হবে।