দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : জেলার দুর্গাপুরে পিপুলনারী কো-অপারেটিভ ইউনিয়ন লিঃ এর ২৪ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপি সর্বস্তরের সদস্যদের অংশগ্রহনে নানা আয়োজনে সমিতির মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে বার্ষিক সাধারণ সভায় পিপুলনারী কো-অপারেটিভ ইউনিয়ন লিঃ এর সভাপতি ডাঃ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে আলোচনা করেন বিরিশিরি ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম (রুহু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা ব্যবস্থাপক মোঃ আঃ মতিন, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক। অন্যদের মধ্যে কবি দুনিয়া মামুন, কবি অনিন্দ্য জসিম সহ কার্যকারী ও উপদেষ্টা কমিটির সদস্য বৃন্দগন উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিতিদের স্বাক্ষর গ্রহণ, আসন গ্রহণ, ফুলেল শুভেচ্ছা গ্রহন এবং পবিত্র কোরআন তেলাওয়াত শেষে সভাপতির স্বাগত বক্তব্য, বিগত সাধারণ সভার কার্যবিবরণী অনুমোদন, ব্যবস্থাপনা পরিষদ, ঋণদান, পর্যবেক্ষণ ও আভ্যন্তরীণ নিরীক্ষা কমিটির প্রতিবেদন অনুমোদন, বিগত অর্থ বছরের নিরীক্ষিত আয়-ব্যয়ের হিসাবের অনুমোদন, লভ্যাংশ বন্টন প্রস্তাব অনুমোদন, ২০২০-২১ সালের বাজেট অনুমোদন, র্যাফেল ড্র, পুরস্কার বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।