দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : জেলার দুর্গাপুরে পারিবারিক কলহের জেরে লাঠির আঘাতে খালা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সেইসাথে আহত হয়েছে ৩ জন। রোববার সন্ধ্যায় উপজেলার বাকলজোড়া ইউনিয়নের ছোট কাটুরী গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত বৃদ্ধা নীলবানু (৭০) ওই গ্রামের মৃত আফতাব উদ্দিন রুহীর স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত জামাল উদ্দিন (৩০) কে আটক করেছে পুলিশ। সে ওই বৃদ্ধার বোনের ছেলে।
পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় জামাল উদ্দিন পারিবারিক কলহের জের ধরে খালাতো বোন রুবী কে মারধর করতে থাকে। এতে রুবীর আট বছরের শিশু কন্যা ঈশিতা এগিয়ে এলে তাকেও মারধোর শুরু করে। পরে রুবীর মা নীলবানু ফিরাতে আসলে তার মাথায় লাঠি দিয়ে সজোওে আঘাত করলে ঘটনা স্থলেই মারা যান তিনি।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, এ ঘটনায় জামাল কে আটক করা হয়েছে। আহতরা দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গিয়েছে। খুনের বিষয়ে পরবর্তি কার্যক্রম হাতে নেয়া হবে।