দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : গত কয়েকদিনের ভারী বর্ষণ ও উজানের পাহাড়ী ঢলে পানিবন্ধি মানুষের হাতে হাতে খাদ্য পৌছে দিলেন, দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান। বৃহস্পতিবার বিকেলে গাওকান্দিয়া ইউনিয়নের ২শত পানিবন্ধি পরিবারে এ খাদ্য বিতরণ করা হয়।
খাদ্য বিতরণ কালে ইউএনও মোহাম্মদ রাজীব-উল-আহসান বলেন, গত কয়েকদিনে টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলে সোমেশ্বরী নদীর পানি বিপদসীমার ২৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নের ভাদুয়া, দক্ষিন জাগিরপাড়া, বন্ধ উসান সহ বেশকিছু গ্রাম পানিতে তলিয়ে গেলে পানিবন্ধি হয়ে পড়ে ওই এলাকার বিভিন্ন গ্রাম। দুর্যোগ মন্ত্রনালয়ের সহায়তায় জরুরী ভাবে ওইসকল পানিবন্ধি এলাকার ২শত পরিবারের মাঝে এ সহায়তা নিয়ে তাদের পাশে দাঁড়াই। পাশাপাশি বর্তমান করোনা প্রেক্ষাপটে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে অনুরোধ জানাই। সেই সাথে সরকারের পাশাপাশি এলাকার সামর্থবানদের সাধ্যমত পানিবন্ধি মানুষের পাশে দাঁড়াতে আহবান জানান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মোতালেব, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন প্রমুখ।