দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : রমজানের শুরুতেই দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করেছে দুর্গাপুর উপজেলা প্রশাসন। শনিবার বিকেল থেকেই উপজেলার বিভিন্ন বাজার মনিটরিংয়ে অভিযানে নেমেছেন পুলিশ ও উপজেলা প্রশাসন।
শহরের বিভিন্ন বাজারে আদা, পেয়াজ, ছোলা, মাছ, মাংস সহ নিত্য ভোগ্যপণ্যের পাইকারী ও খুচরা বাজার ঘুরে দেখেন তিনি। এ সময় তিনি দোকানের নির্দিষ্ট স্থানে প্রতিদিনের মূল্য তালিকা টাঙ্গানোসহ মুরগি ও মাংসের দাম নির্দিষ্ট মূল্যের বেশি না রাখতে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম পাইকারী ও খুচরা বাজারের সাথে সামঞ্জস্য রাখতে, পরিষ্কার পরিচ্ছন্নতাসহ নানা বিষয়ে নির্দেশনা দেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা খানম, দুর্গাপুর সার্কেল এর সহকারী পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী, ও.সি মোঃ মিজানুর রহমান প্রমুখ।
ইউএনও ফারজানা খানম বলেন, বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের যথেষ্ট সরবরাহ আছে, পন্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে আমাদের উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত এর মনিটরিং সবসময় মাঠে কাজ করছে। করোনা ইস্যু ও রমজান মাস উপলক্ষে কোন ব্যবসায়ী অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পুরো রমজান মাস জুড়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে এই মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।