দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে চরমোক্তারপাড়া এলাকা থেকে অবৈধ মিনি পতিতালয় উচ্ছেদের দাবীতে সর্বস্তরের অংশগ্রহনের এক মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত¡রে আবাসন এলাকার শত শত নারী-পুরুষের অংশগ্রহনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তরা বলেন, মাদক মুক্ত সমাজ ও অনৈতিক কাজে লিপ্ত থেকে চরমোক্তার পাড়া এলাকার ফাতেমা ও কুলসুম প্রশাসনের চোখ ফাকি দিয়ে বিভিন্ন এলাকা থেকে সহজ সরল কিশোরীদের মোটা অংকের টাকা বেতনে কাজ দেয়ার কথা বলে দীর্ঘদিন ধরে গড়ে তুলেছে মিনি পতিতালয়। আমরা সুষ্ঠ সমাজ গড়ার লক্ষে ওই এলাকা থেকে ওদের উচ্ছেদ দাবী করছি। আগামী ২৪ঘন্টার মধ্যে ওই এলাকা থেকে ওদের আবাসন সহ উচ্ছেদ করার লক্ষে ইউএনও রাজীব-উল-আহসান এর কাছে এক স্মারকলিপি পেশ করেন। এ সময় অন্যদের মধ্যে পৌর কাউন্সিলর বিউটি আক্তার, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের সভপতি আনিসুল হক সুমন, আবাসন কমিটির সভাপতি আজিজুল ইসলাম, সম্পাদক সাইফুল ইসলাম, কমিটির সদস্য সাত্তার মিয়া, আজিম উদ্দিন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।