দিগন্ত ডেক্স : দুর্গাপুর উপজেলার ১নং বালু মহাল (বিজয়পুর ও ভবানীপুর হতে দুর্গাপুর তেরী বাজার ঘাট ও শিবগঞ্জ বাজার ঘাট পর্যন্ত) ও ২নং বালু মহালে (দুর্গাপুর তেরী বাজার ঘাট ও শিবগঞ্জ বাজার ঘাট হতে চৈতাটি ঘাট পর্যন্ত) উত্তোলিত বালুর সাথে উপজাত (by Product) হিসেবে ১,৯৫,০০০ ঘনফুট নুড়ি ও পাথর (যেখানে যে অবস্থায় আছে) খনি ও খনিজ সম্পদ বিধিমালা ২০১২ এর বিধি ৯৩ (২) (খ) অনুসারে শর্ত সাপেক্ষে প্রকাশ্যে নিলামে বিক্রয় করা হবে।
নিলাম ডাকে অংশগ্রহনেচ্ছুকগণকে আগামী ১২ অক্টোবর ২০২১ তারিখ বেলা ১১ ঘটিকার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত থেকে নিলাম ডাকে অংশনেয়ার জন্য বলা হলো।
(মোহাম্মদ রাজীব-উল-আহসান)
উপজেলা নির্বাহী অফিসার
দুর্গাপুর, নেত্রকোনা।