দুর্গাপুর(নেত্রকোন)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মোমেশ্বরী নদীতে হাকিম (২২) এক বালু শ্রমিক নিখোঁজ হয়েছে। বুধবার সকালে তিন নং বালু মহাল এলাকায় এ নিখোঁজের ঘটনা ঘটে। নিখোঁজ শ্রমিক উপজেলার চন্ডিগড় ইউনিয়নের ধানশিরা গ্রামের মৃত জালাল উদ্দিনের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, নদীতে বাংলা ড্রেজারের পাইপের কাজের জন্য তিনি নদীতে ডুব দেয়। অনেক সময় অতিবাহিত হওয়ার পরেও পানির নিচ থেকে হাকিম ফিরে না আসায় স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। পরে আশপাশের লোকজন স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা সেখানে উদ্ধার কাজ চালায়। পরবর্তিতে ওইদিন বিকেলে ময়মনসিংহের ডুবুরি দল এসে নিখোঁজ শ্রমিক হাকিম এর লাশ উদ্ধার করেন।
এ নিয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ওসি মো. শাহনুর-এ আলম নিখোঁজের সত্যতা নিশ্চিত জানান, লাশ নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর থেকে ওখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। উদ্ধারকৃত লাশ থানায় আনার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। #