দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে ডুবে শাহীন মিয়া (২৭) নামের এক শ্রমিক নিখোঁজের ২৩ঘন্টা পর উদ্ধার হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে সোমেশ্বরী নদীর দক্ষিণ ভবানীপুর এলাকার খেয়াঘাটের পশ্চিম পাড় থেকে এ লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, সোমবার শ্রমিক শাহীন নিঁখোজ হওয়ার পর ডুবুরিদল সহ স্থানীয়রা অনেক খোজাখুজির পরও কোন সন্ধান মিলেনি। পরবর্তিতে ডুবুরি দল ব্যাথ হয়ে ফিরে যাওয়ার ২৩ঘন্টা পর মঙ্গলবার দুপুরে সোমেশ্বরী নদীর দক্ষিণ ভবানীপুর এলাকার খেয়াঘাটের পশ্চিম পাড়ে লাশ ভাসতে দেখে স্থানীয়রা ওই লাশ উদ্ধার করে।
এ নিয়ে দুর্গাপুর থানার ওসি শাহ নুর-এ আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ব্যাপারে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।