দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : জেলার দুর্গাপুরে আন্তর্জাতিক নার্সেস দিবস ২০২০ উদযাপন উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ কর্মরত সকল সিনিয়র স্টাফ নার্সদের অর্থায়নে হাসপাতালে ভর্তিকৃত সকল রোগীদের পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে ফলমূল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে রোগীদের এ ফলমুল বিতরণ করা হয়।
এ সময় অন্যদের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. আহসান হাবীব, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. তানজিরুল ইসলাম, নার্সিং সুপারভাইজার উম্মে কুলসুম, মিসেস গেøারিয়া মানখিন (ইনচার্জ) এবং কর্তব্যরত সকল সিনিয়র স্টাফ নার্সগন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।