দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ‘‘মানব কল্যানকামী অনাথালয়ে’’ নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক জনসচেতনামূলক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে দুর্গাপুর থানা পুলিশ এর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অন্যদের মধ্যে আলোচনা করেন, মানব কল্যানকামী অনাথালয়ের পরিচালক নিত্যানন্দ গোস্বামী নয়ন, দুর্গাপুর সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদা শারমীন নেলী, উপজেলা নির্বাহী অফিসার ফারজানা খানম, অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, উপজেলা যুবলীগ সভাপতি আব্দুল হান্নান প্রমুখ।
বক্তারা বলেন, স্থানীয় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনে পুলিশ সর্বদা জাগ্রত। আইন-শৃঙ্খলা রক্ষা সহ নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পুলিশের পাশাপাশি সকলকে এগিয়ে আসার আহবান জানান। সেই সাথে উপস্থিত লোকজনদের উদ্দেশ্যে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সম্পর্কে জাতীয় জরুরী সেবা ৯৯৯ সম্পর্ক লিফলেট বিতরণ করা হয়।