দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর পৌরসভায় নগর উন্নয়ন অবকাঠামো প্রকল্পের বরাদ্দে জয়নাল মিয়ার বাড়ীর পাশ থেকে কেরণখলা সড়ক পর্যন্ত ২টি প্যাকেজে প্রায় ১৭শ মিটার রাস্তার কার্পেটিং কাজের উদ্বোধন করা হয়। শুক্রবার বিকেলে এ কাজ উদ্বোধন করেন পৌর মেয়র আলহাজ¦ মাওলানা আব্দুস ছালাম।
৬নং ওয়ার্ডের সাধারণ জনগনের চলাচলের সুবিধার্থে প্রায় ১ কোটি টাকা ব্যায়ে রাস্তা সংস্কারের উদ্দ্যেগ নেয়া হয়। এ সময় অন্যদের মধ্যে পৌর প্রকৌশলী নওশাদ আলম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন, কাউন্সিলর মো. মনির হোসেন মানিক, ব্যবসায়ী কাজল মিয়া, ঠিকাদার বিপ্লব কৃষ্ণ রায়, পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিগন উপস্থিত ছিলেন।
মেয়র ছালাম বলেন, করোনার কারনে অনেক বরাদ্দ আটকে আছে। তবে নগর উন্নয়নে ইতোমধ্যে নানা প্রকল্পের টেন্ডার হয়েছে। ড্রেনেজ ব্যবস্থা সহ আশপাশের রাস্তা-ঘাট সংস্কারের অনেক প্রকল্পই হাতে নেয়া হয়েছে।