দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সাত ইউনিয়নে প্রশিক্ষনপ্রাপ্ত সাত জন সিএসবিএ ধাত্রীদের মাঝে ৭টি বাই-সাইকেল বিতরণ করা হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ সাইকেল বিতরণ করা হয়।
এডিপি বরাদ্দ থেকে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তারের উদ্দ্যেগে এ সাইকেল বিতরন করা হয়েছে। এ সময় উপজেলা প্রকৌশলী মো. আমিনুল ইসলাম মৃধা, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সুবল রঞ্জন কর, উপজেলা একাডেমীক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী, চন্ডিগড় ইউপি চেয়ারম্যান আলতাবুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।