দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : জেলার দুর্গাপুরে দেশে বর্তমান করোনা প্রেক্ষাপটে দেশ ও জাতীর কল্যানে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। ধর্মপ্রান মুসল্লিগন মহান আল্লাহর নৈকট্য লাভে জুম্মার নামাজ শেষে নিরাপদ দুরত্ব বজায় রেখে মুসলিম উম্মাার সুখ-শান্তি এবং করোনা থেকে আরোগ্য লাভের জন্য এ মোনাজাত করেন।
এ উপলক্ষে পৌর শহরের প্রায় প্রতিটি মসজিদে মহান আল্লাহর দরবারে নতজানু হয়ে প্রার্থনা করেন মুসল্লিগন। আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় পরিবেশ। চোখের জলে মনের আকুতিতে সকল অন্যায় ও করোনা রোগ থেকে মুক্তি লাভের ফরিয়াদ জানান তারা। পৌরসভার ঐতিহ্যবাহী জামিউল উলুম কাচারী মসজিদে সর্বস্তরের অংশগ্রহনে দেশ ও জাতির কল্যানে বিশেষ মোনাজাত পরিচালনা করেন, মাওলানা ওয়ালী উল্লাহ।