দিগন্ত ডেক্স : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় পৌরসভা সহ বিভিন্ন এলাকার দূর্গা পূজা পন্ডপ পরিদর্শন করছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান। সোমবার বিকাল থেকে রাত পর্যন্ত দশভূজা বাড়ী পুজা মন্ডপ, কালী বাড়ী মন্ডপ, গোপাল দাসের বাড়ীর পুজা মন্ডপ সহ বিভিন্ন মন্ডপ গুলো পরিদর্শন করেন।
এসময় ইউএনও রাজীব দূর্গা পূজার সার্বিক প্রস্ততির বিষয়ে খোঁজখবর নেন ও নির্বিঘেœ পূজা উদযাপনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পূজা শুরুর পূর্বে পর্যায়ক্রমে অন্যান্য পুজা মন্ডপ সমূহ পরিদর্শন করা হবে বলেও জানান তিনি।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) রুয়েল সাংমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট মানেশ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল সহ বিভিন্ন পূজা মন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।