দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ‘‘দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভুমিকাই মুখ্য’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় দুর্নীতি দমন কমিশনের আয়োজনে ২দিন ব্যাপি বিতর্ক প্রতিযোগিতা শেষে বৃহস্পতিবার দুপুরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসারের মিলনায়তনে উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার ফারজানা খানম, উপজেলা দুর্নীতি দমন কমিশন‘র সভাপতি মো. আকবর আলী মিয়া তালুকদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নাসির উদ্দিন, প্রধান শিক্ষক একেএম ইয়াহিয়া উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় ৩২টি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা দলীয় ভাবে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।