দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার। এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্গাপুর থানা পুলিশের উ্দ্দ্যেগে মঙ্গলবার (১৮ ফেব্রেু:) রাতে দুর্গাপুর পৌরসভার দক্ষিণ পাড়া মুজিব নগর আবাসন প্রকল্পে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক জনসচেতনামূলক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় পৌরসভা মেয়র মাওলানা আব্দুস ছালাম এর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, ও.সি মোঃ মিজানুর রহমান, ওসি তদন্ত মীর মাহবুবুর রহমান, উপজেলা উলামালীগ সভাপতি মাওলানা আব্দুল আজিজ, কাউন্সিলর মো. মতিউর রহমান প্রমুখ।
উপস্হিত লোকজনদের উদ্দেশ্যে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য প্রদান শেষে জাতীয় জরুরী সেবা 999 সম্পর্কে লিফলেট বিতরণ করা হয়।