দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় পৌর শহরের সাধু পাড়ার সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন স্কুল হলরুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী পরিষদের সভাপতি নিজাম উদ্দিন মীরের সভাপতিত্বে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা সমিতির সভাপতি হাবিবুর রহমান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী পরিষদের জেলা সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান খন্দকার, কলমাকান্দা উপজেলার শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মোশারফ, সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন এর প্রধান শিক্ষক একেএম ইয়াহিয়া সহ প্রমুখ ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণীর কর্মকর্তারা চাকরি লগ্ন থেকেই গ্রেট ও পদবীর জটিলতায় নানান সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। আমরা বিভিন্ন সময় দাবি জানিয়ে আসছি আমাদের গ্রেট ও পদবী পরিবর্তনের জন । বর্তমানে এ যুগে সকল জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী কিন্তু আমরা তৃতীয় শ্রেণি কর্মকর্তারা এখনো ১৬ গেজেট এর আওতায় বেতন-ভাতা পাচ্ছি। যা দিয়ে আমাদের সংসার চলা দায় হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি আমাদের পদবি পরিবর্তন করে সচিব কিংবা স্কুল প্রশাসনিক কর্মকর্তায় করার দাবিও দীর্ঘদিনের ।