Logo
নোটিশ ::
Wellcome to our website...

দুর্গাপুরে তিনব্যাপী খ্রীষ্ট ধর্মীয় আর্শীবাদ উৎসব শুরু

রিপোর্টারের নাম / ৬৯৬ বার
আপডেট সময় :: শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯, ১:১০ অপরাহ্ন

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : সুস্থতা, অলৌকিক কাজ, পরিত্রাণ ও মুক্তির লক্ষ্যে দুর্গাপুরে তিনব্যাপী বিরিশিরি খ্রীস্টিয়ান সম্প্রদায়ের আর্শীবাদের উৎসব শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মঙ্গল প্রদীপ জালিয়ে কিং ডেভিড গ্লোবাল মিনিস্ট্রিসের তত্বাবধানে অনুষ্ঠান‘র কার্যক্রম শুরু হয়।

এ উপলক্ষে বৃহৎ আদিবাসী এলাকা বিরিশিরি জিবিসি বড় সভা মাঠে ‘‘যীশু সুস্থ করেণ-যীশু রক্ষা করেণ’’ এ প্রতিপাদ্যে ২১-২৩ নভেম্বর হতে পর্যন্ত তিনদিন খ্রীষ্ট ধর্মালম্বীদের আর্শীবাদের উৎসব চলবে বলে জানান আয়োজক কমিটি। বাংলাদেশে এই প্রথম এ ধরনের অনুষ্টানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ফাস্টার ও প্রেসিডেন্ট রেভাঃ ড. আর সান্থারাজ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অনুষ্ঠান কো-অর্ডিনেটর বিজয় বানার্ড, সিদ্ধার্থ জাম্বিল, বারূল চিসিম, নিশিত চাম্বুগং, সাধনা হাগিদক, রেভাঃ জনাতন এল মুন্সি, আশিষ রেমা কুল্লাগড়া ইউপি চেয়ারম্যান সুব্রত সাংমা, স্থানীয় কাউন্সিলর বিল্পব রেমা প্রমুখ। এ উৎসবে থাকছে সঙ্গীত, নৃত্যনাট্য, গীতিনাট্য, সুস্থতার প্রার্থনা, ইশ^রের বাক্য উপস্থাপন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর

Theme Created By ThemesDealer.Com