দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার দশাল গ্রাম এলাকায় সারাদেশের ন্যায় তথ্য আপা কার্যক্রমের মধ্যে তৃনমুল পর্যায়ে তথ্যসেবা বিষয়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ওই এলাকার নারীদের অংশগ্রহনে এ বৈঠক অনুষ্ঠিত হয়
এ উপলক্ষে তথ্যসেবা অফিসার জান্নাত আরা পপি‘র সভাপতিত্বে উঠান বৈঠকে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, স্থানীয় সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।
উঠান বৈঠকে উপস্থিত নারীদের তথ্য আপা কার্যক্রম, বাল্য বিবাহ, যৌতুক প্রথার কুফল, নারী সহিংসতা ছাড়াও নারীদের নানা সমস্যা নিয়ে মুক্ত আলোচনা করা হয়।