দুর্গাপুর(প্রতিনিধি)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে উপজেলা শ্রমিক লীগ সহ:সভাপতি মো. তোতা মিয়া (৪৫) নিহত হয়েছেন। নিহত শ্রমিক দুর্গাপুর পৌর শহরের বালিকান্দি গ্রামের হাসান আলীর ছেলে। রোববার এ নিহতের ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে জানা গেছে, দুর্গাপুর ১নং বালু ঘাটের আগাড়পাড়া নামক স্থানে ওইদিন নতুন একটি ডাইভার্সনের কাজ তদারকি করছিলেন তোতা মিয়া। এ সময় ডাইভার্সনে ট্রাকের চাকার নিচে বালুর রাস্তায় বাশঁ দিচ্ছিল সে। তোতা মিয়া গাড়ির পিছনে অবস্থান করায় ওই ট্রাকটি পিছন দিক দিয়ে আসতে থাকলে সে গাড়ির চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারাত্মক জখম হয়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে দুর্গাপুর থানার তদন্ত ওসি মীর মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোন পাইনি। অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থ্য গ্রহন করা হবে।