দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে দ্বীন ইসলাম (২৮) নামে এক বালু শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিক দুর্গাপুর পৌর শহরের সাধুপাড়া এলাকার রাজা মিয়ার ছেলে। সোমবার এ নিহতের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, দুর্গাপুর ২নং বালু ঘাটের আত্রাখালি নামক স্থানে একটি ট্রাকে বালু লোড দেয়ার সময় পিছন থেকে অন্য একটি ট্রাক এসে রাজা মিয়াকে ধাক্কা দিলে বুকে চাপ খেয়ে গুরুতর আহত হয়। পরবর্তিতে অন্যান্য শ্রমিকগন ওই শ্রমিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি শাহনুর এ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রæত পুলিশ পাঠিয়েছি। এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোন পাইনি। অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থ্য গ্রহন করা হবে।