দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনা দুর্গাপুরে ডামট্রাক ও ব্যাটারী চালিত অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নীলনা (৫০) নামের এক মহিলা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতের স্বামী চাঁন মিয়া গুরুতর আহত হয়ে উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত নীলনা উপজেলার বিরিশিরি ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, চাঁন মিয়া ও নীলনা খাতুন কাজের প্রয়োজনে স্টুডিতে ছবি তোলার জন্য কৃষ্ণেচর বাজারে যায়। বাজারের কাজ শেষে কৃষ্ণেচর বাজার থেকে অটো করে বাসায় ফেরার সময় নওয়াপাড়া নামক স্থানে বালুবাহী ড্রাম ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নীলনা খাতুন নিহত হয়। স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।
এ ব্যাপারে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ শাহ্নুর এ আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ব্যাপারে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।