দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে ইটবাহী ট্রাক উল্টে মো. মোস্তফা কাজী (৩৭) নামে এক শ্রমিক নিহত হয়েছে। নিহত শ্রমিক গাজীপুর জেলার বাসন থানার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ১১ টার দিকে একটি ইটবাহী ট্রাক উপজেলার চন্ডিগড় ইউনিয়নের সাতাশী বাজার নামক স্থূনে ডাইভার্সনে আটকে রাস্তার খাদে পড়ে ট্রাকটি উল্টে গেলে ঘটনাস্থলেই এক শ্রমিক নিহত হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি শাহীনুর এ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে প্রেরন করা হয়েছে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।