দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বালুবাহী ট্রাক ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন উপজেলার ইন্দ্রপুর গ্রামের নুরুল ইসলাম (৪৫), ভূলিগাও গ্রামের আঃ কুদ্দুস (৩৮) ও বিশ্বনাথপুর গ্রামের সুলেমা খাতুন (৪০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকালে নেত্রকোনার দুর্গাপুরের বিরিশিরি ইউনিয়নের দয়ালবাড়ি এলাকায় দূর্গাপুরগামী অটোরিকশার সাথে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অটোরিকশায় পাঁচজন যাত্রীর মধ্যে সকলেই গুরুতর আহত হয়। স্থানীয়দের সহায়তায় আহতের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসা জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজনই মারা গিয়েছেন মর্মে খবর পাওয়া যায়।
এ নিয়ে দুর্গাপুর থানার ওসি মিজানুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকের চালক পালিয়ে গেলেও পরবর্তিতে ট্রাক আটক করা হয়েছে। এ ব্যপারে মামলার প্রস্তুতি চলছে।