দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে ট্রাকের ধাক্কায় হাবিবা (৭) নামের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কের শান্তিপুর এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত হাবিবা উপজেলার কাকৈরগড়া
ইউনিয়নের শংকরপুর গ্রামের নুরউদ্দীনের মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হাবিবা তার বাবা মাকে নিয়ে একই ইউনিয়নের শান্তিপুর গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়ানো শেষে শেষে মঙ্গলবার দুপুরে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় পথিমধ্যে শান্তিপুর নামক স্থানে হাবিবা অটোতে উঠতে গেলে দুর্গাপুর থেকে ছেড়ে আসা বালুবাহী ট্রাক হাবিবাকে ধাক্কা দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই হাবিবার মৃত্যু হয়।
দুর্গাপুর থানার ওসি শাহনুর-এ আলম ঘটনার সত্যত্য নিশ্চিত করে জানান, চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।