দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : বোরো ফসলের মৌসুম আসতে না আসতেই দুর্গাপুর বাজারে জ্বালানী তেল ব্যবসায়ীরা সিন্ডিকেট এর মাধ্যমে ডিজেল এর মূল্যবৃদ্ধি করায় তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ব্যবসায়ি চক্রের ধান্দা গুড়িয়ে দেয়া হয়। রোববার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারজানা খানম এর হস্তক্ষেপে এ বিষয়টি নিষ্পত্তি করা হয়।
সরেজমিনে গিয়ে জানাগেছে, শনিবার বিকেল থেকে দুর্গাপুর বাজারের ব্যবসায়ীচক্র প্রতিলিটার ডিজেলের মূল্য ৮ থেকে ১০টাকা পর্যন্ত বাড়িয়ে বিক্রি শুরু করেন। এ খবরে উপজেলা প্রশাসন রোববার বিকেলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিষয়টি তদারকির জন্য সরাসরি বাজারে আসেন। প্রতিটি জ্বালানী তেল ব্যবসায়ীদের দোকানে গিয়ে বেশীদামে তেল বিক্রি না করার নির্দেশনা সহ প্রতি লিটার ডিজেল ৬৫.৫০ পয়সা দরে বিক্রি করার কথা বলেন। এই বিধি লঙ্গনে দোকানীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে মর্মে জানিয়ে দেয়া হয়।
এ সময় দুর্গাপুর থানার অফিসার ইন-চার্জ মোঃ মিজানুর রহমান সহ অন্যান্য পুলিশ বাহিনী, মিডিয়াকর্মী, স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারজানা খানম বলেন, কোথাও ডিজেলের মূল্য বৃদ্ধি হয়নি ব্যবসায়ীরা কৃত্তিম সংকট তৈরী করার জন্য হয়তো এমনটি করেছে। সরকারের ভাবমুর্তি নষ্ট হবে এমন কিছুই এ উপজেলায় করতে দেয়া হবে। এ ব্যপারে উপজেলা প্রশাসন সর্বদা সজাক রয়েছে।