দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনধি : জেলার দুর্গাপুরে করোনা ভাইরাস বিস্তার রোধে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণস্থান, বাজার, ও হাসপাতাল গুলোর আশপাশে প্রতিনিয়ত জীবানু নাশক ঔষধ ছিটানোর জন্য পানির ট্যাংক উদ্বোধন করা হয়। দুগাপুর পৌরসভার আয়োজনে এ কার্যক্রম উদ্বোধন করেন পৌর মেয়র আলহাজ¦ মাওলানা আব্দুস সালাম।
এ উপলক্ষে বুধবার দুপুরে কাচারী মোড় এলাকায় এ কার্যক্রম উদ্বোধনে অন্যদের মধ্যে পৌর প্রকৌশলী নওশাদ আলম, পৌর সভার অন্যান্য শাখার কর্মকর্তা আব্দুর রশীদ, আবউল কালাম, মো. হুমায়ুন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পৌর মেয়র মাওলানা আব্দুস সালাম বলেন, পৌর প্রশাসন থেকে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শহরের বিভিন্ন এলাকায় প্রতিদিনই মাইকিং, লিফলেট বিরতন, অন্যান্য এলাকায় গৃহবন্ধি মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। করোনা ভাইরাস রোধে সকলকে সজাগ দৃষ্টিতে নিরাপদ দুরত্ব বজায় রেখে কাজ করতে আহবান জানান।