দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ‘‘ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব’’ এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় দুর্গাপুরে নানা আয়োজনে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। র্যালি ও আলোচনা সভার মধ্য এ দিবস পালিত হয়।
এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এক বর্নাঢ্য র্যালী পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাচন অফিসার ফারহানা শিরিন এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আলোচনা করেন সুসং সরকার মহাবিদ্যালয়ের সহ:অধ্যাপক ড. আব্দুর রাশিদ, মো. ওবায়দুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা এবিএল রেজুয়ান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ-জোহরা প্রমুখ।
বক্তারা বলেন, ভোট একটা নাগরিক অধিকার। দেশ গড়ার প্রত্যয়ে সকলকে ভোটার হওয়ার জন্য উদ্ভুদ্ধ করন সহ নাগরিক অধিকার রক্ষায় এগিয়ে আসার আহবান জানান।