দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ‘‘মুজিব বর্ষে শপথ করি-প্লাস্টিক দুষণ রোধ করি’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের নেত্রকোনার দুর্গাপুরে জতীয় ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এ দিবস পালিত হয়।
এ উপলক্ষে সোমবার দুপুরে সর্বস্তরের অংশগ্রহনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান এর সভাপতিত্বে আলোচনা করেন, পৌর মেয়র আলা উদ্দিন আলাল, সহকারী কমিশনার (ভুমি) রুয়েল সাংমা, সাবেক উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান, আব্দুল্লাহ হক, সাবেক মেয়র শ.ম জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামীলীগের সহ:সভাপতি মো. আলী আসগর, ওসি শাহনুর-এ-আলম, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা, একাডেমিক সুপারভাইজার মো. নাসির উদ্দিন, দুর্গাপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক বাপ্পি সাহা প্রমুখ।
বক্তারা বলেন, ভোক্তা অধিকার কি? এ সম্পর্কে শুধু দিবস পালনে সীমাবদ্ধ না রেখে, স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে আলোচনা ও বিতর্ক প্রতিযোগিতা করানোর মাধ্যমে উল্লেখযোগ্য দিক গুলো তুলে ধরতে সকলকে অনুরোধ জানান সেই সাথে পলিথিন মুক্ত রাখতে সকল ব্যবসায়িদের প্রাথমিক হুশিয়ারী প্রদান করা হয়।