দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ‘‘বিজ্ঞানমনস্ক জাতী গঠনে প্রতিশ্রুতিবদ্ধ’’ এই প্রতিপাদ্যে শিক্ষার্থীদের বিজ্ঞান ভীতি দূর করে বিজ্ঞান শিক্ষায় আগ্রহী করে তোলা এবং বৈজ্ঞানিক আবিষ্কারে উৎসাহিত করতে ৫ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়ার্ড অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নানা আয়োজনে এ অলিম্পিয়ার্ড অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে দুর্গাপুর দ্বীনি আলীম মাদরাসা মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায়, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর এর তত্বাবধানে অলিম্পিয়ার্ডে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ অংশগ্রহন করে। এতে শিক্ষার্থীগন তাদের মেধা অন্বেষনে বিজ্ঞান বিষয়ে নানা দিক উপস্থাপন করে। এ সময় অন্যদের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা, একাডেমিক সুপারভাইজার মো. নাসির উদ্দিন, প্রভাষক আবু সাদেক, সিলভিয়া রহমান আকঞ্জি সহ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়।