দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে আলোচনা সভা, র্যালী ও নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। শুক্রবার সর্বস্তরের অংশগ্রহনে এ দিবস পালিত হয়।
এ উপলক্ষে ‘‘গতিসীমা মেনে চলি সড়ক দূর্ঘটনা রোধ করি’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ চত্ত্বরে আলোচনা সভায় অংশনেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, আয়কর উপদেস্টা অজয় সাহা, মহিলা ডিগ্রি কলেজ এর সহকারি অধ্যাপক আব্দুল আজিজ, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সুবল রঞ্জন কর, অফিসার ইনচার্জ দুর্গাপুর থানা শাহ নুর-এ আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, উপজেলা সিপিবি‘র যুগ্ন-সাধারণ সম্পাদক মোরশেদ আলম সহ নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, নিরাপদ সড়ক চাই এর দাবী এখন সময়ের দাবী। দেশে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। অধিকাংশ দুর্ঘটনা গুলো ঘটছে সচেতনতার অভাবে। অপ্রাপ্ত বয়স্কদের লাইসেন্স প্রদান, ট্রাফিক আইন সম্পর্কে ধারণা না থাকা, বেপরোয়া গাড়ী চালানোর কারনেই ঘটছে দুর্ঘটনা। এ সকল বিষয়ে রুখে দাঁড়ানো সহ সকলকে এক হয়ে কাজ করার আহবান জানানো হয়।