দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : জেলার দুর্গাপুরে ‘‘দুর্যোগ ঝুকিহ্রাস পুর্ব প্রস্তুতি-টেকসই উন্নয়নে আনবে গতি’’ এই প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান বিভাগ‘র আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। মঙ্গলবার নানা আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ দিবস পালিত হয়।
এ উপলক্ষে সর্বস্তরের অংশগ্রহনে এক বর্নাঢ্য শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবস কেন্দ্রীক আলোচনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ফারজানা খানম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সুবল রঞ্জন কর, একাডেমিক সুপারভাইজার মোঃ নাসির উদ্দিন, প্রধান শিক্ষক এ কে এম ইয়াহিয়া প্রমুখ।
আলোচনা সভায় ইউএনও ফারজানা খানম বলেন, নেত্রকোনা জেলার মধ্যে দুর্গাপুর উপজেলা একটি প্রবল দুর্যোগপুর্ন উপজেলা। নিজেদের পুর্ব সচেতনতা ও প্রস্তুতি থাকলে সকল দুর্যোগই মোকাবিলা করা সম্ভব। দুর্যোগের প্্ুর্বপ্রস্তুতির বিষয়টি মাথায় রেখে সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসার আসার আহবান জানান।
পরিশেষে সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন স্কুলের শিক্ষার্থী ও উপজেলা ফায়ার ষ্টেশনের কর্মীবৃন্দ উপজেলা চত্তরে দুর্যোগ মোকাবিলায় আমাদের করনীয় কি এ বিষয়ে এক মহড়া প্রদর্শন করেন।