দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে স্থানীয় সাহিত্য সংগঠন ‘‘পথ পাঠাগার’’ এর আয়োজনে এক চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নানা আয়োজনে এ দিবস পালিত হয়।
এ উপলক্ষে স্থানীয় কমরেড মণিসিংহ স্মৃতি যাদুঘর মিলনায়তনে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে দুটি বিভাগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পথ পাঠাগার এর সভাপতি নাজমুল হুদা সারোয়ার, সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুগ্ন সম্পাদক রাজেশ গৌড়, সাংবাদিক জামাল তালুকদার, কবি লোকান্ত শাওন, চিত্রাংকন শিক্ষক জিয়াউল হক শুভ, মানবতার ফেরিওয়ালা রিক্সাচালক তারা মিয়া প্রমুখ।