দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সর্বস্তরের অংশগ্রহনে পালিত হয়েছে জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ ২০২১। শনিবার নানা আয়োজনে এ কর্মসুচী পালিত হয়।
এ উপলক্ষে দুর্গাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে শিশুদেরকে ঔষধ খাওয়ানো শেষে উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. মো. মামুনুর রহমান এর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা, ডা. সৌরভ জাহান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নাসির উদ্দিন, প্রধান শিক্ষক শামসুন্নাহার বেগম প্রমুখ।
বক্তারা বলেন, রোগ প্রতিরোধে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবনের কোন বিকল্প নেই। কৃমি মানব দেহের বড় ধরনের ক্ষতি করে থাকে। এ রোগ নিধনে সরকারী হাসপাতালে এসে ডাক্তারের পরামর্শ ক্রমে ঔষধ সেবন করার জন্য সর্বস্তরের জনগনগনকে আহবান জানান।